চট্টগ্রাম: নগরীর সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ-চট্টগ্রামের উদ্যোগে পঞ্চদশতম বারের মতো বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় শিরীষতলা মঞ্চে বেলুন উড়িয়ে ১৪২৯ বঙ্গাব্দের বিদায় অনুষ্ঠান উদ্বোধন করবেন নববর্ষ উদযাপন পরিষদের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
হাজার বছরের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য হিসেবে ১৪ এপ্রিল তথা পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে।
উল্লেখ্য, রমজানের পবিত্রতা রক্ষার্থে এবারও ঐতিহ্যবাহী সাহাবউদ্দীনের বলীখেলা অনুষ্ঠিত হচ্ছে না। সীমিত পরিসরের সাংস্কৃতিক আয়োজনে শুরুতেই থাকবে ভায়োলিনিস্ট চিটাগাংয়ের পরিবেশনা। এরপর মঞ্চে নিজস্ব পরিবেশনা নিয়ে থাকবে সংগীত ভবন, সুরাঙ্গন বিদ্যাপীঠ, বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, সুন্দরম, প্রমা আবৃত্তি সংগঠন, সুর সাধনা, উদীচী চট্টগ্রাম, নটরাজ, বাংলাদেশ রেলওয়ে সাংস্কৃতিক ফোরাম, শব্দনোঙর আবৃত্তি পাঠশালা, স্বরলিপি, ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, সৃজামী, অদিতি সংগীত নিকেতন, তারুণ্যের উচ্ছ্বাস, চারুতা নৃত্যকলা একাডেমি, রাগেশ্রী, নির্মাণ আবৃত্তি সংগঠন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, ছন্দানন্দ, শিল্পাংকন, নৃত্যনীড়, একুশে মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসি/টিসি