ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রানওয়ের লাইটে শর্টসার্কিট, চট্টগ্রামে নামতে পারেনি নভোএয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুন ২০, ২০২৩
রানওয়ের লাইটে শর্টসার্কিট, চট্টগ্রামে নামতে পারেনি নভোএয়ার ...

চট্টগ্রাম: হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের লাইটে শর্টসার্কিটের কারণে ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। তাই ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখী ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে।

 

মঙ্গলবার (২০ জুন) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ের লাইট সচল করতে কাজ করছেন।

 
 
বিমানবন্দরের একাধিক সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

সূত্র জানায়, ঢাকা ছেড়ে আসা বেসরকারি নভোএয়ারের একটি ফ্লাইট রাত ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রামে আসলেও রানওয়ের লাইটের সমস্যার কারণে অবতরণ করতে পারেনি। এ ঘটনায় ওই ফ্লাইটের যাত্রীদের রিসিভ করতে আসা স্বজনদের উদ্বেগ দেখা দেয়।  

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের জন্য সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত রানওয়ের লাইটে সমস্যা হয়েছিল। বর্তমানে সব ঠিক আছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।