ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় সাঁড়াশি অভিযানে শিবির ক্যাডার গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
লোহাগাড়ায় সাঁড়াশি অভিযানে শিবির ক্যাডার গ্রেপ্তার 

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে তিনটি নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জামায়াত-শিবিরের ক্যাডার ওমর ফারুক (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার চুনতি সাতগড় নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ওমর ফারুক লোহাগাড়ার চুনতি সাতগড় মেম্বার পাড়া এলাকার জালাল আহমদের ছেলে।  

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এএসআই মহিউদ্দিন খন্দকার, এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, থানা পুলিশের সাঁড়াশি অভিযানে পলাতক আসামি জামায়াত শিবির ক্যাডার ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।