চট্টগ্রাম: বাংলাদেশের মানুষের আনন্দ-বেদনা, দুঃখ-হতাশা ও লড়াই-সংগ্রামের নিরন্তর সাথি উদীচী শিল্পীগোষ্ঠী। প্রতিষ্ঠাকাল থেকে শিল্পকলার বিভিন্ন মাধ্যমকে হাতিয়ার করে সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত করে আসছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত সংবাদ সম্মেলনে উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এসব কথা বলেন। বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সহ সভাপতি জামশেদ আনোয়ার তপন এবং সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।
উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক মোল্লা হাসিবুর রসুল মামুন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি একরামুল কবীর, সাংগঠনিক সম্পাদক আরিফ নুর, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্যসচিব জহির উদ্দিন বাবর, চট্টগ্রাম জেলার সভাপতি জসিম চৌধুরী সবুজ ও সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ।
অমিত রঞ্জন দে বলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সংগঠনের সব পর্যায়ে সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে এবং বিশাল এই কর্মযজ্ঞে সব মতামতকে ধারণ করে সুশৃঙ্খল সংগঠনের এক অনন্য নজির স্থাপন করেছে উদীচী। সমাজে বিদ্যমান অনৈক্য ও বিভাজনের সংস্কৃতির মধ্যেও একথা আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে, উদীচী একমাত্র সাংস্কৃতিক সংগঠন যা প্রতিষ্ঠার অঙ্গীকারে দৃঢ় থেকে পঞ্চাশ বছরেরও অধিককাল সাংগঠনিক ঐক্য বজায় রেখেছে। সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলার এই অনন্য শক্তির উৎস হচ্ছে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রতি আমাদের সীমাহীন আনুগত্য।
তিনি বলেন, চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্তির পর যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উদীচীর কার্যক্রম পুনরায় সচল করা হয়েছে। ২০২২ সালের ২০ জানুয়ারি কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত জেলা সম্মেলনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে এবং ওই কমিটি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে। সভাপতি জসিম চৌধুরী সবুজ ও সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ এর নেতৃত্বে ২৯ সদস্যের চট্টগ্রাম জেলা সংসদ ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামের সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে।
আমরা আজকের এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ অনুমোদিত উদীচী চট্টগ্রাম জেলা সংসদকে সর্বোতভাবে সহযোগিতা করার জন্য চট্টগ্রামের সব সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, সংস্কৃতি-অনুরাগী সুধীসমাজ, সরকারি-বেসরকারি সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান, প্রশাসন ও প্রগতিশীল রাজনৈতিক দল, শ্রেণি-পেশার সংগঠনসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলন শেষে উদীচীর বিভাগীয় সম্মেলন শুরু হয়। সম্মেলনে চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও বান্দরবান উদীচী জেলা সংসদ এবং বোয়ালখালী উপজেলা সংসদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদীচীর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
এআর/পিডি/টিসি