ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গ্রামবাসীর মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গ্রামবাসীর মানববন্ধন ...

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসী।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে গ্রামের নারী-পুরুষরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা নিপুল কান্তি সেন, প্রদীপ বিশ্বাস, সঞ্জয় মহাজন, রাসেল তালুকদার, সঞ্জয় দাশ, রাসু সেন, সুপ্তা মহাজন, তৃষা সেন, নিমাই দে, শিবাশীষ সেন, সুমন সেন প্রমুখ।

বক্তারা বলেন, গ্রামে মাদকের আস্তানা গড়ে তুলে শিশু-কিশোরদের বিপথগামী করছে মাদক ব্যবসায়ীরা। এর প্রতিবাদ করলে গ্রামের মানুষজনের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে মাদক ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীর কারণে প্রায় ঘরে আজ অশান্তির আগুন জ্বলছে। স্থানীয় প্রশাসন এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না। ফলে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা।

অভিযোগ রয়েছে, ওই গ্রামে অন্তত ১০জন মাদক ব্যবসায়ী রয়েছে। পুলিশ মাসোহারা নেয়, তাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।