চট্টগ্রাম: শ্বশুর বাড়িতে অগ্নিসংযোগের মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি কাজী মো. রকিবুল হাসান মিন্টুকে ১০ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭।
কাজী মো.রকিবুল হাসান মিন্টু (৩৬) আনোয়ারা থানার পরৈকোড়া মাহাতা এলাকার কাজী মোহাম্মদ মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, রকিবুল ফিরোজা আক্তার নামে এক নারীর সাথে প্রেম এবং পরে বিয়ে করে। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদও ঘটে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বাংলানিউজকে বলেন, কারাদণ্ডপ্রাপ্ত আসামি কাজী মো.রকিবুল হাসান মিন্টু নগরের পাঁচলাইশ থানার রহমাননগর আবাসিক এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রকিব গ্রেফতার এড়াতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এমআই/এসি/টিসি