চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার ১০ বছর আগের মাদকের মামলায় মোহাম্মদ আব্দুল্লাহ (৪৫) নামে এক আসামিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল্লাহ, কক্সবাজার জেলার টেকনাফ থানার সিকদারা মন্টুখর এলাকার আবুল হোসেনের ছেলে।
রায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
তিনি বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামিরা জামিনে গিয়ে পলাতক। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৯ এপ্রিল নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার আল মদিনা ক্লাবের সামনে থেকে মোহাম্মদ আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় আব্দুল্লাহ দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম বাদী হয়ে মামলা করে। মামলায় তদন্ত শেষে আদালতে পুলিশ অভিযোগপত্র দিলে ২০১৪ সালের ১২ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এমআই/পিডি/টিসি