ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের গাড়ি মেরামত করবে বিআরটিসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
চসিকের গাড়ি মেরামত করবে বিআরটিসি বিআরটিসি ও চসিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান।

চট্টগ্রাম: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে যানবাহন মেরামতের মাধ্যমে প্রতি বছর কয়েক কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা দেখছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাসের চসিক কার্যালয়ে এ উপলক্ষে প্রতিষ্ঠান দু’টির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশের প্রথম সিটি করপোরেশন হিসেবে চসিক বিআরটিসির সঙ্গে গাড়ি মেরামতের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। বিআরটিসির মাধ্যমে চসিকের গাড়িগুলো সবচেয়ে সেরা মানের সেবা পাবে যা চসিকের বর্জ্য ব্যবস্থাপনাকে করবে আরও গতিশীল, সাশ্রয় হবে বিপুল রাজস্ব।
 

‘এ চুক্তির আওতায় আমাদের বর্জ্য ব্যবস্থাপনা ও দাপ্তরিক কাজে ব্যবহৃত গাড়িগুলো মেরামত করবে বিআরটিসি। প্রাথমিকভাবে চুক্তির আওতায় ১৫৭টি বর্জ্যের গাড়ি মেরামত করা হবে, ধীরে ধীরে চসিকের ৬০১টি গাড়ির সবই বিআরটিসি মেরামত করবে। ফলে, আমাদের অনেক অচল গাড়ি সচল হবে। গাড়ির আয়ু বাড়বে, বাইর থেকে কম সংখ্যক গাড়ি ভাড়া নিতে হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান কাজ করায় গাড়ি মেরামত খরচে স্বচ্ছতা নিশ্চিত হবে। এ চুক্তির ফলে চসিকের প্রতি বছর কয়েক কোটি টাকা সাশ্রয়  হবে। ’ যোগ করেন মেয়র।

অনুষ্ঠানে চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আকবর আলী, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের। বিআরটিসির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও হিসাব) ড. অনুপম সাহা, মহাব্যবস্থাপক মেজর মো. জাহাঙ্গীর হোসেন আজাদ, ম্যানেজার মো. মফিজ উদ্দিন ও মো. জুলফিকার আলী। উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, ঝুলন কুমার দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।