ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম প্রেস ক্লাব ক্রীড়া উপ-কমিটির সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
চট্টগ্রাম প্রেস ক্লাব ক্রীড়া উপ-কমিটির সভা ...

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরুর লক্ষ্যে ক্রীড়া উপকমিটির সভা মঙ্গলবার (৭ নভেম্বর) ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।  

ক্লাবের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া উপকমিটির আহবায়ক এম সরওয়ারুল আলম সোহেলের সভাপতিত্বে সভায় ক্রীড়া পরিচালনার নানাদিক তুলে ধরেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, দেবাশীষ বড়ুয়া দেবু, গোলাম মাওলা মুরাদ, সুলতান মাহমুদ সেলিম, সাইফুল্লাহ চৌধুরী, শাহনেওয়াজ রিটন, মো. গোলাম মর্তুজা আলী, রাশেদ এইচ চৌধুরী ও ওমর ফারুক।

 

সভায় ইভেন্টগুলো নিয়ে পর্যালোচনা করা হয়। ইভেন্ট তালিকায় মুদ্রণজনিত ত্রুটির কারণে দাবা অনূর্ধ্ব পঞ্চাশ ও পঞ্চাশোর্ধ্ব এবং ব্যাডমিন্টন পঞ্চাশোর্ধ্ব প্রতিযোগিতা বাদ পড়ায় ইভেন্টগুলো বহাল রাখার সিদ্ধান্ত হয়।

এতে সদস্যরা অংশ নিতে পারবেন। বাদপড়া ইভেন্টে অংশ নিতে ইচ্ছুক সদস্যদের শনিবারের (১১ নভেম্বর) মধ্যে ক্লাব কার্যালয়ে নাম জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময় ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।