চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি শনিবার (৩১ ডিসেম্বর) পৌরসভা ও শীলকূপ ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগকালে মুজিবুর রহমান সিআইপি এলাকাবাসীর উদ্দেশে বলেন, বাশঁখালীর উপকূলীয় ইউনিয়নগুলোর জন্য আলাদা সড়ক তৈরি করা হবে।
এদিন দুপুরে ইউনিয়নের মনছুরিয়া বাজার এালাকা থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন তিনি।
এসময় মুজিবুর রহমান সিআইপি বলেন, সারা বাঁশখালীতে যাতায়াতের জন্য সড়ক মাত্র একটি। বিকল্প কোনো সড়ক না থাকায় একটি সড়ক দিয়েই বাঁশখালী, চকরিয়া ও মহেশখালীর যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। ফলে যানজট সৃষ্টি হয়। আগামীতে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এই সমস্যা সমাধানে কাজ করবো। পশ্চিম বাঁশখালীর উপকূলীয় ইউনিয়নগুলোর জন্য বিকল্প সড়ক তৈরি করবো। সর্বোপরি বাঁশখালীতে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এসি/টিসি