চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটারদের ব্যাপক উপস্থিতিতে অবশ্যই অংশগ্রহণমূলক হবে। কেননা অনেক আগে থেকেই দেশে নির্বাচনী হাওয়া শুরু হয়ে গেছে এবং ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে।
বুধবার (৩ জানুয়ারি) নগরের কাজীর দেউড়ির একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু’র নির্বাচনী পোলিং এজেন্টদের কর্মশালায় তিনি এ কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নির্বাচনের মাঠ থেকে আত্মগোপন করে বিএনপি জামাত নানামুখী ষড়যন্ত্র করছে। তারা নির্বাচনের পর কথিত আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে চিরতরে নির্বাসন দেওয়া হবে।
তিনি আরও বলেন তাদের বিদেশী প্রভুরা তাদের উপর হতাশ। কেননা তাদের স্বার্থ আদায়ে তারা প্রভুদের ভুল তথ্য দিয়েছে। তবে বাস্তবতা হল এটা কোনো বিদেশী শক্তি জোর করে কাউকে ক্ষমতায় বসিয়ে দেয় না। যদি বসিয়ে দেওয়াও হয় সেই দলটি তাঁবেদারে পরিণত হয়।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১০ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম, সদস্য সচিব শফিকুল ইসলাম ফারুক, হাজী মো. হোসেন, দিদারুল আলম চৌধুরী, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, বখতিয়ার উদ্দিন খান, সাবেক যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, সুরত কুমার চৌধুরী।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
পিডি/টিসি