ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
লোহাগাড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল মোতালেব এর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়নের হাটখোলা মোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা খালেদ দেওয়ান বাংলানিউজকে বলেন, রাত সাড়ে তিনটার দিকে নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পাশের চা দোকানদার আগুন দেখতে পেয়ে চিৎকার করেন।

পরে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের প্যান্ডেলের কাপড়ের কিছু অংশ পুড়ে গেছে। এছাড়া অফিসের চেয়ার-টেবিল ও পোস্টার পুড়ে গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক (তদন্ত) ও ডিউটি অফিসারের মোবাইলে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বাংলানিউজকে বলেন, রাতের অন্ধকারে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল মোতালেব এর নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়। লোহাগাড়ার এসিল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।