ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় টাকা বিলির অভিযোগে দুইজনকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
পটিয়ায় টাকা বিলির অভিযোগে দুইজনকে গণপিটুনি প্রতীকী ছবি

চট্টগ্রাম: একদিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে টাকা বিলি করতে গিয়ে দুই যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

পরে তাদের পুলিশের কাছে সোর্পদ করা হয়।

তারা হলো- পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের মো. আজাদ (২৪) ও তার চাচাতো ভাই মো. ইলিয়াছ (২০)।

 

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে মধ্যম মেহেরআর্টি এলাকায় এ ঘটনা ঘটে।

কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসাইন মো. রানা বলেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে এলাকায় টাকা বিলি করতে গিয়ে জনতা দুইজনকে আটক করেন। এ সময় আরো একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ক্ষুব্ধ জনতা তাদের আটক করে পুলিশে সোর্পদ করেছে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।