ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নারীর চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি বাঁশখালীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
নারীর চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি বাঁশখালীতে ...

চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর রোববার সকাল ৮টায় বাঁশখালীর কয়েকটি কেন্দ্রে সারিবদ্ধ হয়ে ভোট দিতে দাঁড়াতে দেখা গেছে ভোটারদের।  

এসব কেন্দ্রে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১১৪ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে।

এ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৭৭৫ জন। সকাল থেকে নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।

বাঁশখালীর উত্তর চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২১৯০ জন। এক ঘণ্টায় এ কেন্দ্রে ভোট দিয়েছেন ৬০ জন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কাজী মোহাম্মদ সোলাইমান বাংলানিউজকে বলেন, কোন ধরনের সমস্যা ছাড়াই ভোটাররা নির্বিঘ্নে সকাল থেকে ভোট দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

১৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে চট্টগ্রাম-১৬ আসন। এ আসনে ভোটার ৩ লাখ ৭০ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৭ হাজার ৮৭৬ জন, নারী এক লাখ ৭২ হাজার ৮৯৭। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন। নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান সিআইপি, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন, স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান, এনপিপির মুহাম্মদ মামুন আবছার চৌধুরী। এছাড়া রয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মহিউল আলম চৌধুরী, কংগ্রেসের এম জিল্লুর করিম শরীফি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবদুল মালেক, ন্যাপের আশীষ কুমার শীল ও ইসলামী ঐক্যজোটের মো. শফকত হোসেন। এসব প্রার্থীর মধ্যে মূলত আওয়ামী লীগের তিন নেতার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা স্থানীয় ভোটারদের। এদের মধ্যে মোস্তাফিজুর রহমান ‘নৌকা’, মুজিবুর রহমান ‘ঈগল’ এবং আবদুল্লাহ কবির লিটন ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।