ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলিং ছাড়া কালুরঘাট সেতু হেঁটে পার হচ্ছেন ভোটাররা

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
রেলিং ছাড়া কালুরঘাট সেতু হেঁটে পার হচ্ছেন ভোটাররা ...

চট্টগ্রাম: শত শত মানুষ রেলিং ছাড়া কালুরঘাট সেতু পার হচ্ছেন হেঁটে। নারী, পুরুষ সঙ্গে কোলের সন্তানও।

তারা যাচ্ছেন ভোট দিতে।  

বোয়ালখালী শাকপুরা তাজেদিয়া মাদ্রাসায় প্রথম ভোট দেবেন চন্দা পারিয়াল (২৮)।

তিনি বলেন, রহমতগঞ্জ থেকে ব্যাটারি রিকশায় ৪০০ টাকায় এসেছেন কালুরঘাট। ফেরি নেই। নৌকা নেই। হেঁটে যাব ভরসা পাচ্ছি না। সেতুর পাশে রেলিং নাই। তাই কয়েক ঘণ্টা অপেক্ষা করছি।

কধুরখীল কেন্দ্রে ভোট দেবেন কল্যাণী পারিয়াল। তিনিও জানান, অপেক্ষায় আছি কখন ফেরি আসবে। আসে না।

মোটরসাইকেলে বাজারের থলেতে পোষা কুকুর নিয়ে অপেক্ষা করছেন টিপলু চৌধুরী। তিনি বলেন, বোয়ালখালী ৭ নম্বর ওয়ার্ডে ভোট দেব। প্রশাসনের উচিত ছিল ফেরি চলাচল আজ কমার্শিয়ালী না দেখা। মোটরসাইকেল নিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করছি। এখনো বোয়ালখালী প্রান্তে ফেরি ছাড়েনি। কখন আসবে, কখন যাব, কখন ভোট দেব?

মোহাম্মদ সোলায়মান জানান, কধুরখীলে ভোট দেব। সেই কখন থেকে ফেরির জন্য অপেক্ষা করছি। ফেরি আসছে না। কবে যে আমাদের দুঃখ ঘুচবে।  

বাংলাদেশ সময় : ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।