চট্টগ্রাম: শত শত মানুষ রেলিং ছাড়া কালুরঘাট সেতু পার হচ্ছেন হেঁটে। নারী, পুরুষ সঙ্গে কোলের সন্তানও।
বোয়ালখালী শাকপুরা তাজেদিয়া মাদ্রাসায় প্রথম ভোট দেবেন চন্দা পারিয়াল (২৮)।
কধুরখীল কেন্দ্রে ভোট দেবেন কল্যাণী পারিয়াল। তিনিও জানান, অপেক্ষায় আছি কখন ফেরি আসবে। আসে না।
মোটরসাইকেলে বাজারের থলেতে পোষা কুকুর নিয়ে অপেক্ষা করছেন টিপলু চৌধুরী। তিনি বলেন, বোয়ালখালী ৭ নম্বর ওয়ার্ডে ভোট দেব। প্রশাসনের উচিত ছিল ফেরি চলাচল আজ কমার্শিয়ালী না দেখা। মোটরসাইকেল নিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করছি। এখনো বোয়ালখালী প্রান্তে ফেরি ছাড়েনি। কখন আসবে, কখন যাব, কখন ভোট দেব?
মোহাম্মদ সোলায়মান জানান, কধুরখীলে ভোট দেব। সেই কখন থেকে ফেরির জন্য অপেক্ষা করছি। ফেরি আসছে না। কবে যে আমাদের দুঃখ ঘুচবে।
বাংলাদেশ সময় : ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এআর/এসি/টিসি