ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী থানায় গিয়ে ওসিকে নৌকার প্রার্থীর ধমক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বাঁশখালী থানায় গিয়ে ওসিকে নৌকার প্রার্থীর ধমক ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জলদি আশকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল গফুরকে আটকের ঘটনায় দল-বল নিয়ে থানায় ছুটে যান আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এসময় তিনি ওসিকে ধমক দেন।

রোববার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নৌকার প্রার্থীর সমর্থক আবদুল গফুর প্রভাব বিস্তারের চেষ্টা করলে আশকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করেন দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আবু বকর সিদ্দিকী।  

খবর পেয়ে থানায় যান মোস্তাফিজুর রহমান চৌধুরী। একজন পুলিশ সদস্য ভিডিও করার সময় ওসি তোফায়েল আহমেদ এর কাছে কাউন্সিলর আবদুল গফুরকে আটকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ধমক দেন। মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত সহকারীও ‘ওসির ভিডিও করতে বলা’ বক্তব্যের প্রতিবাদ করেন। এসময় মোস্তাফিজুরকে শান্ত থাকার অনুরোধ জানালে তিনি বলেন-‘শান্ত হবো না আমি। এটা আবার ভিডিও করে ছাড়ি দিছে’। পরে চেয়ার ছেড়ে উঠে চলে যান তিনি। একজন পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, আটক ব্যক্তিকে ছেড়ে দিচ্ছি।

ওসি তোফায়েল আহমেদ বলেন, কাউন্সিলর ভোটকেন্দ্রে মারামারি করেছেন। সেটা আইনে মানা। আমি সম্মানের সাথে তাকে আমার রুমে বসিয়েছি। তখন ভিডিও করা হয়নি।

ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আল আমিন বলেন, বিজিবি ও পুলিশ সদস্যরা আশকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।