ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইতে রুহেলের চমক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
মীরসরাইতে রুহেলের চমক

চট্টগ্রাম: মীরসরাই আসনে (চট্টগ্রাম-১) বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল।

তিনি এই আসন থেকে ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন (ঈগল) পেয়েছেন ৫২ হাজার ৯৯৬ ভোট।  

রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম ১০টি আসনের রিটার্টিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী এমদাদ হোসাইন চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪০৮ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আব্দুল মান্নান (চেয়ার) প্রতীকে পেয়েছেন ৫০৩ ভোট, একতারা প্রতীকের নূরুল করিম আফচার পেয়েছেন ১৯৯ ভোট। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১০৬টি।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমআই/এমআর/বিই/এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।