ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে মিতার জয়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
সন্দ্বীপে মিতার জয়

চট্টগ্রাম: দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতা।

নৌকা প্রতীকে মিতা পেয়েছেন ৫৪ হাজার ৭৫৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. জামাল উদ্দিন চৌধুরী (ঈগল) পেয়েছেন ২৮ হাজার ৭৪ ভোট। এছাড়া নুরুল আক্তার (মশাল) ১৮ ভোট এবং এম এ ছালাম (লাঙ্গল) পেয়েছেন মাত্র ৭ ভোট।
এ আসনে মোট কেন্দ্র ৮৪টি। ভোটের হার ৩৬ দশমিক ২১ শতাংশ।

রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রামের ১০টি আসনের রিটার্টিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বাংলাদেশ সময় ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এমআই/বিই/এমআর/এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।