চট্টগ্রাম: বাঁশখালীতে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টার অভিযোগে আবদুল গফুর নামে এক ওয়ার্ড কাউন্সিলরকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার মাহমুদ এই আদেশ দেন।
এর আগে রোববার (৭ জানুয়ারি) ভোট চলাকালীন সময়ে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দলবল নিয়ে দখল করার চেষ্টা করেন কাউন্সিলর গফুর।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বাংলানিউজকে বলেন, কাউন্সিলর আব্দুল গফুর ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টা করে ও পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এসব অভিযোগে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮১ অনুচ্ছেদ অনুসারে আবদুল গফুরকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এমআই/পিডি/টিসি