ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টা, কাউন্সিলরের ৩ বছরের কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টা, কাউন্সিলরের ৩ বছরের কারাদণ্ড  প্রতীকী ছবি

চট্টগ্রাম: বাঁশখালীতে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টার অভিযোগে আবদুল গফুর নামে এক ওয়ার্ড কাউন্সিলরকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার মাহমুদ এই আদেশ দেন।

আবদুল গফুর, বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

এর আগে রোববার (৭ জানুয়ারি) ভোট চলাকালীন সময়ে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দলবল নিয়ে দখল করার চেষ্টা করেন কাউন্সিলর গফুর।

এ সময় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাকে আটকের খবর পেয়ে বাঁশখালী থানায় ছুটে যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় তিনি পুলিশকে শাসান।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বাংলানিউজকে বলেন, কাউন্সিলর আব্দুল গফুর ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টা করে ও পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এসব অভিযোগে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮১ অনুচ্ছেদ অনুসারে আবদুল গফুরকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।