চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় নির্বাচনী সংঘর্ষে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীমকে গ্রেপ্তার করেছে র্যাব। শামীমের ব্যবহৃত সেই অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) রাতে সীতাকুণ্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ সিনিয়র সহরকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নুরুল আবছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার ভোটের দিন সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় মনজুর আলমের নির্বাচনী ক্যাম্পের সামনে এক যুবককে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই যুবককে শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম হিসেবে চিহ্নিত করা হয়। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষে শান্ত বড়ুয়া ও মো. জামাল নামে দুইজন গুলিবিদ্ধ হন।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
পিডি/টিসি