ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিপ্লব বড়ুয়া পুনরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
বিপ্লব বড়ুয়া পুনরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় আনন্দ মিছিল

চট্টগ্রাম: আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে পুনরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ায় লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় আনন্দ মিছিল বের হয়।

পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি শেষ হয়। আনন্দ মিছিল শেষে সমাবেশে বিপ্লব বড়ুয়াকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
 

এদিকে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে বটতলী মোটর ষ্টেশনস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে যোগ দেয় লোহাগাড়ার ৯টি ইউনিয়নের শত শত নেতাকর্মী। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। আনন্দ মিছিল শেষে স্থানীয় চৌধুরী প্লাজা মার্কেট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে  ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, সদস্য শহিদুল কবির সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সহ-সভাপতি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

অন্যদিকে বিকেলে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল কেরানীহাট থেকে রাস্তার মাথা পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিলে যোগ দেয় সাতকানিয়া ১৭ ইউনিয়নের শত শত নেতাকর্মী। মিছিল শেষে কেরানীহাট হক টাওয়ার চত্বরে এক আনন্দ সমাবেশ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবাইর, বিশেষ অতিথি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ, কেওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ওচমান আলী, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, ছদাহা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারন সম্পাদক মোরশেদুল আলম দুলু, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফরহাদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।