চট্টগ্রাম: অসাম্প্রদায়িক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অন্যতম হাতিয়ার হচ্ছে সংস্কৃতি বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, আমাদের পৃথিবীতে এখন সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১০ মে) নগরীর চকবাজারস্থ আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে সঙ্গীত ভবনের অন্যতম প্রতিষ্ঠাতা বনবীতি সেনগুপ্তার ৩৩তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
ওই অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের জীবনে শিক্ষাগুরুর ভূমিকা অনস্বীকার্য। বনবীতি সেনগুপ্তার কাছ থেকে সঙ্গীত শিক্ষা গ্রহণ করে আজ অনেকে বড় শিল্পী হয়ে উঠেছেন। সঙ্গীত ভবন থেকে শুরু করে সঙ্গীতের জন্য বনবীথি সেনগুপ্তার অবদান অপরিসীম। তিনি আমাদের কাছে সবসময় স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। বনবীথি সেনগুপ্তার মতো ব্যক্তিরা সংগীতচর্চার জন্য শুধু প্রতিষ্ঠানই গড়ে তুলেননি, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রজন্মকে গড়ে উঠতে ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে অনেক গুণী শিল্পী ও সঙ্গীততজ্ঞ ব্যক্তি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, মে ১১, ২০২৪
এফআর