ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মানুষের চেয়ে বড় ডলফিনটি মারা গেল হালদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
মানুষের চেয়ে বড় ডলফিনটি মারা গেল হালদায় ...

চট্টগ্রাম: দেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অতি বিপন্ন প্রজাতির একটি গাঙ্গেয় ডলফিন (শুশুক) মারা গেছে। ডলফিনটি ৭ ফুট লম্বা।

ওজন প্রায় ৮৯ কেজি। বয়স বেশি হওয়ায় ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।
 

মঙ্গলবার (২৫ জুন) হালদা নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।  

হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরীয়া বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল মৃত ডলফিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে বলা যায়, এটির শরীরে আঘাতের চিহ্ন নেই। দৈর্ঘ্য আর ওজনে এটি আমার চেয়েও বড়। গত দেড় বছর হালদার কোনো ডলফিন মারা যাওয়ার ঘটনা আমাদের নজরে আসেনি।  

তিনি বলেন, রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের পাশাপাশি ডলফিনসহ হালদার জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।