ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রবাস থেকে এসেছিলেন বিয়ে করতে, প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
প্রবাস থেকে এসেছিলেন বিয়ে করতে, প্রাণ গেল সড়ক দুর্ঘটনায় ...

চট্টগ্রাম: বিয়ের জন্য দেশে এসেছিলেন প্রবাসী মো. জুয়েল। গত ২৪ জুলাই বিয়ের দিনক্ষণও ঠিক হয় তার।

শেষ করেছেন বিয়ের কেনাকাটাও। কিন্তু বুধবার (১০ জুলাই) বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় প্রাণ গেল এ প্রবাসীর।

বুধবার বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসদর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল সীতাকুণ্ড উপজেলার পূর্ব ধর্মপুর গ্রামের বাসিন্দা মো. শাহাজানের ছেলে।

বারৈয়াঢালার ইউনিয়নের চেয়ারম্যান মো. রেহান উদ্দিন বাংলানিউজকে বলেন, প্রবাসী জুয়েল বিয়ে করতে দেশে এসেছিল। তিনি প্রবাসে থাকাকালীন মোবাইলে তার আকদও হয়েছিল। আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজনও শেষের দিকে। কিন্তু হঠাৎ অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা তার বাড়িতে গিয়েছি। তার বাড়িতে শোকের মাতম চলছে এখন।

কুমিরা হাইওয়ে থানার এসআই মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ততক্ষণে জুয়েলের মরদেহ তার স্বজনরা নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।