ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩১, ১৬ আগস্ট ২০২৪, ১০ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেম্বার হোটেলকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
মেম্বার হোটেলকে জরিমানা ...

চট্টগ্রাম: পোড়া তেল ও রাসায়নিক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিক্রির দায়ে দুটি বেকারি ও একটি হোটেল মালিককে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে পাহাড়তলী কলেজ রোডের মেম্বার হোটেলও রয়েছে।

 

রোববার (১৪ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বাংলানিউজকে জানান, অভিযানে ফয়’স লেকের ব্রেডকো বেকারিকে ৫৫ হাজার, পাহাড়তলীর নিউ শাহি বেকারিকে ৩০ হাজার ও পাহাড়তলী কলেজ রোডের মেম্বার হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।