ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটার দায়ে যুবককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
পাহাড় কাটার দায়ে যুবককে জরিমানা ...

চট্টগ্রাম: পাহাড় কেটে দেয়াল তৈরির অপরাধে মো. ইয়াছিনকে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরের আকবরশাহ থানাধীন রূপনগর আবাসিক এলাকায় কালীর ছড়া সংলগ্ন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

 

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর ও সিএমপি পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. ইয়াছিন নামের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি পাহাড় কেটে ইটের সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন।

জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করে জানান, মঈন প্রকাশ লাল মহিউদ্দিনের নির্দেশে তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজটি করেছেন। আসামির অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা থাকায় এবং আসামির অপরাধ উদঘাটিত হওয়ায় তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরাফাত সিদ্দিকী বলেন, পাহাড় কাটার নির্দেশদাতা মঈন পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণাধীন ইটের দেয়াল পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।