ঢাকা, বুধবার, ৭ কার্তিক ১৪৩১, ২৩ অক্টোবর ২০২৪, ১৯ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান, জরিমানা  ...

চট্টগ্রাম: রুট পারমিটবিহীন যানবাহন চালানো, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ না থাকা এবং হেলমেটবিহীন মোটরযান চালানোসহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় ১৩টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষে চট্টগ্রাম নগরের সিটি গেইটে এ অভিযান পরিচালনা করা হয়।

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নগরের সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অপরাধে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অনেককে সতর্ক করা হয়েছে। মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মো. ফাহাদ শিকদার এবং বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা এবং সার্বিক সহযোগিতা করেন আকবর শাহ থানার পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।