ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে হাল্ট প্রাইজ চতুর্থ আসর: চ্যাম্পিয়ন টিম ওমনিগো

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
চবিতে হাল্ট প্রাইজ চতুর্থ আসর: চ্যাম্পিয়ন টিম ওমনিগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগীতার চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয়েছে টিম ওমনিগো। এছাড়া টিম জেব্রা প্রথম রানারআপ এবং টিম সলিউশন দ্বিতীয় রানারআপ হয়েছে।

 

শনিবার (১৯ মার্চ) হাল্ট প্রাইজ চবি ক্যাম্পাস ডিরেক্টর রিজোয়ানুল হক রাফি বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে শুক্রবার (১৮ মার্চ) অনলাইনে হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগীতার চতুর্থ আসরের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বে অংশ নেয় ৬ টি দল।

গত ২৪ জানুয়ারি 'পৃথিবীকে স্বরূপে ফেরানো'র স্লোগানে ২০২৪ সালের মধ্যে দুই হাজারের অধিক কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ নিয়ে চতুর্থ বারের মতো চবিতে হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রতিযোগীতায় সর্বমোট ১৪২টি দল রেজিস্ট্রেশন করে। ৮ মার্চ অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ১৪টি দল প্রতিযোগীতায় অংশ নেয়। ১৮ মার্চ ৮টি দল সেমিফাইনালে এবং ৬টি দল একই দিন চূড়ান্ত পর্বে অংশগ্রহন করে।  

হাল্ট প্রাইজ চবি ক্যাম্পাস ডিরেক্টর রিজোয়ানুল হক রাফি বাংলানিউজকে বলেন, প্রতিবছরের মতো এ বছরও হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি প্রতিযোগিতা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেক ভালো বিজনেস আইডিয়া এসেছে। বিচারকদের পর্যবেক্ষনে শীর্ষ ৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আশাকরি আমাদের শীর্ষ দলগুলো পরবর্তীতে রিজিওনাল রাউন্ড ও গ্লোবাল রাউন্ডে অনেক ভালো করবে।  

'হাল্ট প্রাইজ' বিশ্বের ১২১টির বেশি দেশে তিন হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।