ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধা চসিক মেয়রের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধা চসিক মেয়রের  ...

চট্টগ্রাম: পঁচিশে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জাকির হোসেন সড়কের পাহাড়তলী বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।  

শুক্রবার (২৫ মার্চ) সকালে বধ্যভূমিতে যান তিনি।

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, একাত্তরের পঁচিশে মার্চ কালোরাতে নিরস্ত্র বাঙালি জাতির ওপর যে গণহত্যা চলেছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এ গণহত্যার পর বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবে এ উপলব্ধি পাকিস্তানি শাসক গোষ্ঠী ধারণ করতে পারেনি।

মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত অর্থে একটি গণযুদ্ধ। এ যুদ্ধে কৃষক, শ্রমিক, ছাত্র-যুবক, মা-বোনেরাসহ আমজনতা অংশ নিয়েছিল বলেই মাত্র নয় মাস সম্মুখ সমরে যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে।  

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণ করা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে আন্তরিক হয়ে উন্নত বিশ্বে পদার্পণে কাজ করে যেতে আহ্বান জানান।  

পঁচিশে মার্চ কালোরাতে শহীদদের রুহের মাগফেরাত কামনায়, সিটি করপোরেশনের টাইগারপাসের অস্থায়ী ভবনের সম্মেলন কক্ষে খতমে কোরআন, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।  

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, অধ্যাপক মো. ইসমাইল, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।