ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে গান-কবিতায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
সিআইইউতে গান-কবিতায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান  দেশাত্মবোধক গান পরিবেশন করেন সিআইইউর শিক্ষার্থীরা। 

চট্টগ্রাম: গান-কবিতা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। শনিবার (২৬ মার্চ) সকালে নগরের জামালখান ক্যাম্পাসে দিনটি উদযাপন উপলক্ষে কর্তৃপক্ষ হাতে নেয় বর্ণাঢ্য কর্মসূচি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ একটি সুখী, সমৃদ্ধশালী ও সোনার বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের অংশগ্রহণের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতা ধরে রাখার চলমান এই পথচলায় আমাদের সবার দায়িত্ব রয়েছে।

বাংলাদেশ শুধু অর্থনীতিতে নয়, সবদিকেই এখন একধাপ এগিয়ে। তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণ করে এদেশকে বিশ্বেরর বুকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এমনটা চাওয়া সবার।

সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দুই ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ এবং ড. মোহাম্মদ রেজাউল করিম, বিজনেস স্কুলের অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, শিক্ষার্থী আফরিদা, রেজা, শৈলী প্রমুখ।  

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের শেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘সূর্যোদয়ে তুমি’ দেশাত্মবোধক গানটি দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। বিভিন্ন পর্বে যারা অংশ নেন তারা হলেন: শিক্ষার্থী হুমায়রা, সামিয়া, সামিহা, অতুল, অতীন্দ্রিলা, শ্রেয়া, তৃষা, মিতু, অনিন্দিতা, প্রীতু, পাপড়ি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।