ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্রসহ পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
অস্ত্রসহ পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

চট্টগ্রাম: চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভার পশ্চিম জামিরজুরী এলাকা থেকে দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফুল হকসহ তিনজনকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে চন্দনাইশের সাতছড়ি খালের ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, আসিফুল হক (২৩), প্রিন্স আহমেদ ইমরান প্রকাশ ইমরান(২২) ও দোহাজারী পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আমির হোসেন(২৪)। তিনজনের মধ্যে আসিফুল হক, দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আমির ও ইমরানও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।  

চন্দরাইশ থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ব্যবহার করা মোটর সাইকেলও জব্দ করা হয়। এই ঘটনায় চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ২৬ মার্চ, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।