ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইফতার সামগ্রী বিতরণ করছেন হেলাল আকবর চৌধুরী বাবর

চট্টগ্রাম: মহান স্বাধীনতা দিবস ও আসন্ন মাহে রমজানকে সামনে রেখে গরিব ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ বিতরণ করেছে এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন।  

শনিবার (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে নগরীর ২২ নম্বর এনায়েত বাজার এলাকায় ফাউন্ডেশন পক্ষ থেকে ১ হাজার পরিবারের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করেন হেলাল আকবর চৌধুরী বাবর।

 

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আজকের দিনে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ স্বাধীন। তিনি একটি ক্ষুধা দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটি বাস্তবায়ন হয়েছে। মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে। আসন্ন রমজানে মানুষ যাতে কিছু খেয়ে রোজা রাখতে পারে আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।  
প্রতিটি পাড়ায় মহল্লায় অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. মাহবুবুল আলম, আজাদ উল্লাহ নিজাম, নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোর্শেদ আলম, তৌহিদুল ইসলাম মিঠুন, ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার, আনোয়ার হোসেন মুরাদ, মোমিনুল ইসলাম রাফি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।