ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্র সংগঠনের পদ দিয়ে চাকরি হবে না: নওফেল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
ছাত্র সংগঠনের পদ দিয়ে চাকরি হবে না: নওফেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শুধুমাত্র স্লোগান আর ছাত্র সংগঠনের পদের পেছনে পড়ে থাকলে হবে না। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে। ছাত্র সংগঠনের পদ দিয়ে হয়তো সর্বোচ্চ দু’একটি চাকরি পাওয়া যেতে পারে, কিন্তু যোগ্যতা না থাকলে চাকরি হবে না।

শনিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।  

মহিবুল হাসান চৌধুরী বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারামারি, হানাহানি, সংঘর্ষে জড়াবে না। তারা সংস্কৃতির চর্চা করবে। শুধুমাত্র সনদের জন্য পড়াশোনা করলে হবে না। মাল্টি স্কিল্ড হতে হবে। আমরা ভাবি ছাত্র সংগঠনের পদ থাকলে সরকারি চাকরি পাবো। তাহলে বাকি শিক্ষার্থীদের কি হবে? তাই স্লোগানে নয়, বরং নিজেদের যোগ্য করে গড়ে তুলুন।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, কারও নাম ধরে বিশ্ববিদ্যালয়ে স্লোগান দেবেন না, এটা শোভনীয় নয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মত আচরণ করতে হবে। স্লোগান আর পদ পাওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হয় না। বঙ্গবন্ধুর চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক একেএম মাঈনুল হক মিয়াজী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার, সাধারণ সম্পাদক অধ্যাপক সজীব কুমার ঘোষ, প্রভোস্ট কমিটির আহ্বায়ক ড. রেজাউর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।