ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২৬ মরণোত্তরসহ ৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো চবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
২৬ মরণোত্তরসহ ৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামের ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। এরমধ্যে ২৬ জন মুক্তিযোদ্ধা পেয়েছেন মরণোত্তর সম্মাননা।

 

স্বাধীনতা সংগ্রামে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফসহ ৮ জন মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় এ সম্মাননা।

শনিবার (২৬ মার্চ) দুপুরে চবির শহীদ আব্দুর রব হল মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে ৫০ মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও চবি শিক্ষক ড. মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

সম্মাননা পাওয়া ৫০ বীর মুক্তিযোদ্ধারা হলেন:
বীর মুক্তিযোদ্ধা জহুর আহমেদ চৌধুরী (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এম আবদুল ওহাব (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল হারুন (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ, বীর মুক্তিযোদ্ধা এমএ মান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দীন (মরণোত্তর) বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী (বাবু) (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান কায়সার (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দ আহম্মেদ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এবি.এম. মহিউদ্দিন চৌধুরী (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুর, বীর মুক্তিযোদ্ধা এসএম ইউসুফ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল-হারুন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোবারক, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম এম.পি, বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্মি, বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা মো. নঈম উদ্দীন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মাঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কদর,  বীর মুক্তিযোদ্ধা কাজী মো. নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মোসতাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রানা দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা আনিস কাদরি, অরুণ কান্তি দাশ সাথী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল বারী চৌধুরী (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা বেলাল মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান গামা, 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ মুক্তিযোদ্ধারা হলেন
শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বীর প্রতীক (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা ফরহাদ-উদ-দৌলা (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা প্রভাষ কুমার বড়ুয়া (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন মাহমুদ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আহমদ (মরণোত্তর)।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।