ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নব্য জেএমবির ৩ সদস্যের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
নব্য জেএমবির ৩ সদস্যের বিচার শুরু

চট্টগ্রাম: লোহাগাড়া থানায় দায়েরকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির ৩ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চার্জগঠন করেছে আদালত।  

মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত চার্জগঠনের মাধ্যমে আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন।

 

একই সঙ্গে আসামিরা অভিযোগ অস্বীকার করায় আগামী ১০ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।  

আসামিরা হলেন, রহমত উল্লাহ ওরফে আকিব, মো. জহির উদ্দিন ও মো. আবদুল কাইয়ুম।

আদালত সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ২০২০ সালের ৫ জুলাই রাতে নব্য জেএমবির সদস্য আবদুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জঙ্গি হামলার ছক সংক্রান্ত ছয়টি মোবাইলের স্ক্রিনশট, চারটি মোবাইল, জিহাদি বই ও বেশকিছু প্রচারপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিটের ঢাকার প্রধান কার্যালয়ের পুলিশ পরিদর্শক সোলায়মান শেখ বাদী হয়ে লোহাগাড়া থানায় আবদুল কাইয়ুমসহ ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় নব্য জেএমবির অপর দুই সদস্য রহমত উল্লাহ ওরফে আকিব ও মো. জহির উদ্দিনের সম্পৃক্ততা পান তদন্ত কর্মকর্তা। পরে তাদেরও এ মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলাটি তদন্ত করেন এন্টি টেররিজম ইউনিটে, ঢাকার কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া। মামলায় তিন জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।  

চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ বাংলানিউজকে বলেন, লোহাগাড়া থানার দায়েরকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির ৩ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের চার্জগঠন করা হয়েছে। আগামী ১০ মে মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। চার্জ গঠনের সময় তিন জেএমবির সদস্য আদালতে উপস্থিত ছিল।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।