ঢাকা, সোমবার, ২৫ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ, আটক ১ ...

চট্টগ্রাম: ভারতীয় শাড়ি এবং লেহেঙ্গা জব্দ করেছে মিরসরাই থানা পুলিশ। জব্দ মালামালের বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

 

শুক্রবার (৮ এপ্রিল) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই থানা মসজিদের সামনে একটি মাইক্রোবাস থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ সময় গাড়ি চালক মো. সোহাগকে আটক করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী একটি হাইচ মাইক্রোবাস থেকে ভারতীয় ৬০৬টি শাড়ি এবং ৭৩ পিস লেহেঙ্গা পাওয়া গেছে। এসময় চালক সোহাগকে আটক করা গেলেও আরও ২ জন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।