ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

করোনাকালে আ.লীগ সরকারের সহায়ক হয়ে কাজ করেছে: আ জ ম নাছির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
করোনাকালে আ.লীগ সরকারের সহায়ক হয়ে কাজ করেছে: আ জ ম নাছির 

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা মহামারীতে বিশ্ব যখন ভয়াবহ দুর্যোগময় পরিস্থিতির মুখোমুখি, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের অর্থনীতি স্বাভাবিক পর্যায়ে ছিল। দেশের মানুষ যাতে কষ্টে না পড়ে সেজন্য দেশব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার।

একদিকে করোনা প্রতিরোধ অন্যদিকে মানুষের অন্ন সংস্থান একই সঙ্গে দুটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সরকারকে।  

শনিবার (৯ এপ্রিল) দুপুরে চন্দ্রনগর এলাকায় জালালাবাদ ওয়ার্ডে আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, সরকারের এই প্রচেষ্টার সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি নেতাকর্মী কাজ করেছেন। সরকারের সহায়ক শক্তি হয়ে দেশের মানুষের প্রতি তাদের এই নিবেদনের কারণে বাংলাদেশ আজ শ্রীলংকার পরিস্থিতিতে পড়েনি।  

ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এয়াকুব, ‘গ’ ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন, সহ সভাপতি মো. হান্নান, আনোয়ার, বাবলু প্রমুখ।  

এসময় আরও উপস্থিত ছিলেন ‘গ’ ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামশুদ্দিন বাদল, সদস্য মো. কাশেম, নাসিম, নবী আলম, মিন্টু সাত্তার, লিটন, নাছির, আনোয়ার, শাহজাহান, নূর হোসেন, হানিফ।  

পরে চার শতাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।