ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুরাদপুরের জামান এক্সক্লুসিভকে লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুন ১২, ২০২২
মুরাদপুরের জামান এক্সক্লুসিভকে লাখ টাকা জরিমানা চসিকের অভিযান।

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় নগরের মুরাদপুরের জামান এক্সক্লুসিভ বিরিয়ানি হাউসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (১২ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালাম চৌধুরী বাংলানিউজকে অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, একই অভিযানে কাতালগঞ্জ হাটহাজারী সড়কে নির্মাণসামগ্রী রাখার দায়ে ফিনলে এনএস মেরিগোল্ডকে ২০ হাজার টাকা ও ফুটপাতে ব্যবসা পরিচালানার অপরাধে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ১২, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।