আগরতলা: শুক্রবার (১লা জানুয়ারি ২০১৬) বছরের প্রথম দিনও কাজে ব্যস্ত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এদিন দুপুরে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী হাঁপানিয়া এলাকায় নির্মীয়মাণ আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান একটি একটি অংশ করে শেষ হচ্ছে। তাই এর নির্মাণ কাজ শেষ হতে ২০১৬ সালের ডিসেম্বর মাস লেগে যেতে পারে।
নির্মাণ কাজের মাঝপথে ভারতের কেন্দ্রীয় সরকার অর্থ প্রদান বন্ধ করে দেওয়ায় কাজে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘তবে যে ভাবেই হোক এর নির্মাণের অর্থ সংস্থান করা হবে’।
নির্মীয়মান আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী, রাজ্যের মুখ্য সচিব ওয়াই পি সিং সহ রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিকরা।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
আরআই