আগরতলা (কলকাতা): ২০১৫ সাল ভারতের জন্য ভালো ছিল না বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
তিনি বলেছেন, ‘২০১৫ সাল ভারতের জন্য ভালো ছিল না।
শনিবার (০২ জানুয়ারি) অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা মানিক সরকার বলেন, গেল বছরেই ভারতীয় রুপির দাম আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য হারে কমেছে। কেন্দ্রীয় সরকার ধনীদের স্বার্থে ও জনগণের বিরুদ্ধে আক্রমণাত্মক দৃষ্টি নিয়ে কাজ করার চেষ্টা করেছে।
‘কিন্তু ভারতের মানুষ চুপচাপ থেকে সরকারের এই নীতি মেনে নেয়নি। তারা এর প্রতিবাদ জানিয়েছে। ’
১১ দফা মৌলিক ও ১৫ দফা পেশাগত দাবিতে রাজ্যেল রাজধানী আড়রতলার নজরুল কলাক্ষেত্রে অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে।
এ সময় সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার ভারতীয় রুপির চেক তোলে দেওয়া হয়।
এতে রাজ্যের প্রতিটি মহকুমা থেকে সংগঠনের সদস্যরা যোগ দিয়েছেন সম্মেলনে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমএ