কলকাতা: মস্তিস্কে রক্ত ক্ষরণজনিত (স্ট্রোক) কারণে জনপ্রিয় সংগীত শিল্পী নির্মলা মিশ্রকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (০৩ জানুয়ারি) নির্মলা মিশ্রের পরিবার সূত্রে এ তথ্য জানা যায়।
৭৫ বছর বয়সী এই শিল্পীর স্ট্রোকের ফলে মস্তিষ্কের ডানদিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ মুহূর্তে তাকে হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণ বিভাগে রাখা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক জানান, ৭২ ঘণ্টা অতিবাহিত না হলে কোনো ধরনের মন্তব্য করা যাচ্ছে না।
গত শুক্রবার (১ জানুয়ারি) রাতে শিল্পী নির্মলার শারীরিক সমস্যার শুরু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করান।
নির্মলা মিশ্রের অনেক জনপ্রিয় গানের মধ্যে একটি কালজয়ী গান হচ্ছে- 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না'।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পী নির্মলার সব ধরনের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেন।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
ভিএস/টিআই