কলকাতা: সোমবার (০৪ জানুয়ারি) ভোরে ভূমিকম্পে কেঁপে উঠলো গোটা উত্তর-পূর্ব ভারতসহ কলকাতা। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬.৭।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
ভোরবেলায় ভূমিকম্প হলেও এর তীব্রতায় জেগে ওঠে ঘুমন্ত কলকাতা। আতঙ্কিত হয়ে মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসে।
এখনও পর্যন্ত কলকাতায় কোনো ক্ষয়- ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৬৪২ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০১৫
ভি.এস/আরএইচ