আগরতলা: ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরাসহ গোটা উত্তর-পূর্বভারত।
সোমবার (০৪ জানুয়ারি) স্থানীয় সময় ভোররাত ৪টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠে ত্রিপুরার রাজধানী আগরতলাসহ গোটা উত্তর-পূর্বভারত।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
আগরতলায় পরপর দুইবার কম্পন অনুভূত হয়। এই ঘটনায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর ছেড়ে খোলা স্থানে গিয়ে দাঁড়ান সবাই।
রাজ্যের অন্যান্য জেলাতেও একইভাবে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৭০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএইচ