আগরতলা: ভারতের পাঞ্জাব প্রদেশে পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে দেশটির অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্য পুলিশকেও সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী।
সোমবার (৪ জানুয়ারি) ত্রিপুরা পুলিশের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজ্য পুলিশের ডিজি কে নাগরাজ এ তথ্য জানিয়েছেন।
ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে করা সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী থেকে বিভিন্ন সময় জরুরি পরিস্থিতিতে এ ধরনের সতর্কবার্তা পাঠানো হয়ে থাকে।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে আইএস’র তৎপরতা বিষয়ে রাজ্যে কোনো সতর্কতা আছে কিনা- এই প্রশ্নের জবাবে কে নাগরাজ বলেন, ত্রিপুরা রাজ্যে আইএস’র কোনো তৎপরতা নেই।
অপরাধ দমনে রাজ্য পুলিশের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে খুন, নারী নির্যাতন, ধর্ষণসহ অন্যান্য অপরাধের ঘটনা কমেছে।
সংবাদ সম্মেলনে ত্রিপুরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার (২ জানুয়ারি) ভারতীয় সময় ভোররাত সাড়ে তিনটার দিকে পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা চালানো হয়। এতে ৩ সেনা সদস্য ও ৫ জঙ্গি নিহত হন। আহত হন আরও ৬ সেনা সদস্য।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
আরএম