আগরতলা: ব্রডগেজ ট্রেনের ইঞ্জিনের পর এবার মালবাহী ট্রেন এসে পৌঁছেছে ত্রিপুরায়।
সোমবার (০৪ জানুয়ারি) ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজ্যে এসে পৌঁছায় ট্রেনটি।
১২৯৮১ ডব্লিউ ডি জি ৪ নম্বরের ব্রডগেজ ট্রেনের ইঞ্জিন পাথর বোঝাই মালবাহী বগিগুলোকে রাজধানী আগরতলা থেকে রেলপথে ১৪১ কি.মি. দূরে উত্তর জেলার ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে নিয়ে আসা হয়।
এর মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যে ব্রডগেজ সম্প্রসারণের কাজ আরও এক ধাপ এগিয়ে গেলো।
আগামী ১৩ জানুয়ারি ব্রডগেজ ট্রেনের ইঞ্জিন আগরতলায় আসতে পারে বলে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এটি