ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দ্রুতই আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের কাজ শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
দ্রুতই আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের কাজ শুরু

আগরতলা: আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের জন্য ভারতীয় অংশে চিহ্নিত জমি অধিগ্রহণের অর্থ মঞ্জুর হতে পারে।

ভারত সরকার ত্রিপুরা সরকারের হাতে টাকা দিলে সে টাকা দ্রুত জমির মালিকদের দিয়ে জমি অধিগ্রহণ হবে।

রেলপথ নির্মাণ কাজের জন্য বুধবার (০৬ জানুয়ারি) ত্রিপুরাবাসীকে এ খুশির খবর শুনান মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এদিন রাজ্যের সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর ভারত-বাংলাদেশ সীমান্তে রাজ্যের দ্বিতীয় ব্যস্ততম সীমান্ত বাণিজ্য কেন্দ্র ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি এটি জানান।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মানিক সরকার আরও জানান, ভারত-বাংলাদেশ রেল লাইনের কাজ শুরু হলে দেড় থেকে দুই বছরের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যেতে পারে।

ত্রিপুরাবাসী অধির আগ্রহে চেয়ে আছেন কখন আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের কাজ শুরু হয়। ঠিক তেমনই আগ্রহ রয়েছে বাংলাদেশিদেরও।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।