ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ওডিওম ফেস্টিভ্যালের পর্দ‍া উঠছে সন্ধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
কলকাতায় ওডিওম ফেস্টিভ্যালের পর্দ‍া উঠছে সন্ধ্যায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় শুরু হচ্ছে অন্যতম বৃহত্তম নাট্য উৎসব ওডিওম ফেস্টিভ্যাল-২০১৬।

শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কলকাতার অহীন্দ্র মঞ্চে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার পরিবেশনায় সুরেশ ভরদ্বাজ পরিচালিত নাটকের মাধ্যমে পর্দা উঠছে এ ফেস্টিভ্যালের।



বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এ উপলক্ষে কলকাতা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬-এর থিম মিউজিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব সুজয় প্রসাদ, চলচ্চিত্র পরিচালক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ বিশিষ্ট ব্যক্তিরা।

এবার ওডিওম ফেস্টিভ্যালে বাংলাদেশ ওয়েব মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

ইতোমধ্যে এ নাট্য উৎসব নিয়ে গোটা কলকাতায় যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে। কলকাতার প্রতিটি রাস্তা ছেয়ে গেছে ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬-এর ফ্লেক্সে।

বিভিন্ন যাত্রীবাহী বাসের পিছনে ঝুলছে ওডিওম ফেস্টিভ্যালের ব্যানার। উদ্যোক্তারা জানিয়েছেন, কিছু নাটকের টিকিট প্রায় শেষ। বাকি নাটকগুলির টিকিটেরও চাহিদা ব্যাপক।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ভিএস/এএ

** কলকাতার মঞ্চে অভিনয় করবেন মহেশ ভাট
** ‘ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬’তে উজ্জ্বল বাংলানিউজ
** ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬-এর থিম সং উদ্বোধন
** কলকাতায় থিয়েটার উৎসবে মিডিয়া পার্টনার বাংলানিউজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।