ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১০ ফুট লম্বা কলার কাঁদি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
১০ ফুট লম্বা কলার কাঁদি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার মোহরছড়া বাজারের কলা ব্যবসায়ী মনোরঞ্জন ঘোষ প্রায় ১০ ফুট লম্বা একটি কলার কাঁদি (ছড়ি) তার দোকানে নিয়ে এসেছেন।

আর এই নিয়েই তার দোকানে বেশ জটলা লক্ষ্য করা যাচ্ছে।

স্বাভাবিক কলার কাঁদির চেয়ে এটি বড় হওয়ায় উৎসুক জনতা বিস্ময় প্রকাশ করছেন।

শনিবার (৯ জানুয়ারি) দীর্ঘ এই কলার কাঁদি দেখতে বাজারে আসা মানুষ তার দোকানে ভিড় জমায়।

এতো বড় কলার কাঁদি বেশ কৌতূহল নিয়েই দেখছেন পথচারী ও বাজারে আসা লোকজন। বিস্মিত হয়ে কেউ কেউ আবার কলার কাঁদির সঙ্গে সেলফিও তুলছেন।

শিশু থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত ওই কলার কাঁদি দেখতে আসছেন। সবার একই বক্তব্য- এতো বড় কলার কাঁদি তারা এর আগে কখনও দেখেননি।

কলা ব্যবসায়ী মনোরঞ্জন ঘোষ বাংলানিউজতে জানান, তিনি ১৯৯২ সাল থেকে কলার ব্যবসার সঙ্গে যুক্ত। তিনিও এবারই প্রথম এতো বড় কলার কাঁদি দেখলেন।

১২৫০ রুপি দিয়ে জেলার চাকমাঘাট এলাকার এক আধিবাসী ব্যক্তির কাছ থেকে কলার কাঁদিটি বিক্রির উদ্দেশ্যে ক্রয় করে এনেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।