কলকাতা: ওডিয়ম ফেস্টিভেলের তৃতীয় সন্ধ্যায় দুই বাংলার নাটকের মিলন ঘটল কলকাতার আই সি সি আর অডিটরিয়ামে। দু’দিন হিন্দি নাটকের পর কলকাতার নাটকপ্রেমীদের স্বাদ বদলালো বাংলা ভাষার বাংলাদেশি নাটকে।
রোববার (১০ জনুয়ারি) বৈদ্যনাথ অধিকারীর পরিচালনায় মঞ্চস্থ হয় দৃষ্টিপাত নাট্যদলের ‘বুড়োভুতের গল্প’।
‘বুড়ো ভুতের গল্প’ একটি সামাজিক মূল্যবোধের সঙ্গে অবমূল্যায়নের সংঘাতের গল্প। নাটক আবর্তিত হয় এক বুড়ো পঞ্চায়েত প্রধানকে কেন্দ্র করে, যিনি অসামাজিক কাজের মদতদাতা। পরে সরকারের নির্দেশে উপর মহল থেকে লোক আসে। সেই দিনই হঠাৎ করে পঞ্চায়েতে বিচারের দিন পড়ে।
এদিকে, গোপনে সরকারি কর্মচারীকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন পঞ্চায়েত প্রধান। কিন্তু বিধি বাম ছিল তার।
সমাজের প্রতিটি স্তরেই মন্দ লোকের আনাগোনা। সরকার যদি তা বুঝতে পারে, তাহলে ন্যায় প্রতিষ্ঠা হবেই- এমন বিশ্বাস রেখেই সমাপ্তি টানা হয় নাটকের।
এ দিন পরবর্তী নাটক ছিলো নাট্যকার সুজয় প্রসাদের বাংলা নাটক। দু’টি নাটকের ক্ষেত্রেই প্রক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ।
** ওডিওম মঞ্চে ‘সার সার সরলা’
** পর্দা উঠলো ওডিয়ম ফেস্টিভ্যাল ২০১৬’র
** কলকাতায় ওডিওম ফেস্টিভ্যালের পর্দা উঠছে সন্ধ্যায়
** কলকাতার মঞ্চে অভিনয় করবেন মহেশ ভাট
** ‘ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬’তে উজ্জ্বল বাংলানিউজ
** ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬-এর থিম সং উদ্বোধন
** কলকাতায় থিয়েটার উৎসবে মিডিয়া পার্টনার বাংলানিউজ
বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৬
ভি.এস/আরএইচ