আগরতলা: আমবাসা-আগরতলা পর্যন্ত ব্রডগেজ (বিজি) ট্রেন ইঞ্জিন যাত্রা শুরু হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) আগরতলা পর্যন্ত ব্রডগেজ (বিজি) ট্রেন চালানোর নিরাপত্তার কথা চিন্তা করে এ যাত্রা শুরু হয়।
এদিন দুপুর আমবাসা রেলস্টেশনে শাস্ত্রমতে পূজাসহ ট্রেনের ট্র্যাকে নারিকেল ফাটিয়ে ও ফিতা কেটে আগরতলার উদ্দেশে যাত্রা শুরু করে ইঞ্জিনটি। এসময় এনোএফ রেলওয়ের নির্মাণ শাখার চিফ ইঞ্জিনিয়ার হরপল সিং উপস্থিত ছিলেন।
ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তিনি নিজেও আমবাসা থেকে আগরতলার উদ্দেশে রওনা হন।
যাত্রা শুরুর আগে হরপল সিং সাংবাদিকদের জানান, সোমবার ট্রেন ইঞ্জিনটি প্রথমে আগরতলা পৌঁছে কিছুক্ষণ বিরতি নিয়ে সিপাহীজলা জেলার বিশালগড় রেল স্টেশন পর্যন্ত যাবে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ওএইচ/এসএস